
পাইকগাছা(খুলন)প্রতিনিধি
খুলনার পাইকগাছায় আলোচিত শ্রমিক লীগ নেতা আনোয়ারুল ইসলাম (আনার) ওরফে টোল আনার (৪২ ) কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গদাইপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আনোয়ারুল ইসলাম(আনার)পাইকগাছা পৌরসভা শ্রমিক লীগের সভাপতি এবং পৌরসভার ০৯ নং ওয়ার্ডের মোসলেম উদ্দীন দফাদারের ছেলে। আনারের নামে গত ৫ আগষ্ট পাইকগাছায় ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আনারের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মো. ইদ্রিসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।