
মোঃ মনিরুজ্জামান চৌধুরী (নড়াইল প্রতিনিধি)
নড়াইলের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি পাটনা একাডেমী’র নবগঠিত অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ১৯১২ সালে এডভোকেট বিপিন বিহারি দাশ প্রতিষ্ঠিত করেন, তিনি ছিলেন এ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি।
এ বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে গত ১০ই এপ্রিল (বৃহস্পতিবার )’২৫ যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন। নতুন এ কমিটির সভাপতি হয়েছেন নড়াগাতী থানা বিএনপির সংগ্রামী সভাপতি খান মতিয়ার রহমানের সুযোগ্য উত্তরসুরী ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খান সুমন রানা। তিনি কমপিউটার সাইন্স- ইন্ঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর শেষ করেছেন। জানা যায় খান সুমন রানা কালিয়া উপজেলার নির্বাচিত সকল স্কুল কমিটির সর্ব কনিষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার সক্রিয় ভূমিকা বিবেচনায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন, এই কমিটি বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় খান সুমন রানা বলেন, “এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গতি আসবে বলে আশা করা যাচ্ছে। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সহ বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।