
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
বটিয়াঘাটায় আলমসাধু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গোবিন্দ রায় (৪৫) নামের এক দিনমজুরের । সে উপজেলার ৪নং সুরখালি ইউনিয়নের বুনারাবাদ গ্ৰামের মৃত খগেন রায়ের পুত্র ।
অপরদিকে উক্ত ঘটনায় ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকার অভিজিৎ নামের এক শ্রমিক গুরুত্বর জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার ভোর ৫ টায় খুলনা-চালনা মহাসড়কের দেবিতলার মৃত্তিকা নামক স্থানে । সুত্রে প্রকাশ, গতকাল রবিবার ভোরে বটিয়াঘাটার খুলনা-চলনা সড়ক দিয়ে আলমসাধুতে করে প্রতিদিনের ন্যায় বোরো মৌসুমে ধান কাটার উদ্দ্যেশ্যে ৮-১০ জনের একটি শ্রমিক দল নিয়ে খুলনা মহানগরীর শিরোমণি যাওয়ার পথে মৃত্তিকা নামক স্থানে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ক্রস করতে গেলে ট্রাকের ধাক্কায় দিনমজুর গোবিন্দ ঘটনা স্থলে মারা যান । এসময় অভিজিৎ নামের অপর এক শ্রমিক গুরুত্বর আহত হন । পরবর্তীতে আহত অভিজিৎ-কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । এসময় ঘাতক ট্রাক ও ডাইভার পালিয়ে যেতে সক্ষম হয় । এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে ।