
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
খুলনার পাইকগাছার সার্বিক উন্নয়ন কৃষি পরিবেশ, জীব বৈচিত্র সংরক্ষণ ও বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার ভিলেজ পাইকগাছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ( অবঃ) শিক্ষক বীরমুক্তিযোদ্ধা রনজিৎ সরকার। বক্তব্য রাখেন আব্দুর সবুর সরদার, কাজী তামজিদ আলম, আবুল হাসান, আব্দুল্লাহ আল-মামুন,সুজিত কুমার সরকার, আশুতোষ মন্ডল, গাজী আহম্মদ আলী, গাজী কামাল হোসেন।
বক্তারা বলেন, লবণ পানির উঠিয়ে ১২ মাস ধরে চিংড়ী চাষ করায় জীব-বৈচিত্র অস্তিত্ব সংকটে পড়েছে। ফসলি জমিতে লবণ পানি আবদ্ধ করে যুগের পর যুগ চিংড়ি চাষ করার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এখন আর আগের মত চিংড়ি উৎপাদন হয়না। চাষীরা এখন চরম ক্ষতিগ্রস্থ। লবণ পানির কারনে বিভিন্ন প্রজাতির মিষ্টি পানির মাছ বিলুপ্তি হয়েছে। গবাদি পশু পাখি তেমন দেখা যায় না। ধান চাষও হয়না। সেকারণে এলাকার পরিবেশ রক্ষায় পোল্ডার অভ্যন্তরে মিষ্টি পানির আধার তৈরি করে পুর্বের অবস্থানে যাওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় আলোচনা সভায়।















