এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন পাইকগাছার কৃতী সন্তান ডাঃ মোঃ নজরুল ইসলাম। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারী বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
বৃহস্পতিবার তিনি সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। এদিকে পদোন্নতি লাভ করায় শুক্রবার সকালে ডাঃ নজরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এর সত্ত্বাধিকারী শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ রোকনুজ্জামান, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ওয়াহিদা সুলতানা শ্রাবণী, নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবু জাফর মোঃ সালেহ, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জিনাত গুলশান, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, জি এম জাহিদুর রহমান, আব্দুস সালাম, তানভীর, আব্দুল হালিম, ময়নুল ইসলাম, ওবায়দুল্লাহ সরদার ও সুমি খাতুন। উল্লেখ্য ডাঃ মোঃ নজরুল ইসলামের জন্মস্থান পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া। তিনি ২০ তম বিসিএস ( স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা হিসেবে স্বাস্থ্য বিভাগে যোগদান করেন।
বিগত টানা ৫ বছর তিনি সহকারী অধ্যাপক হিসেবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারী বিভাগে কর্মরত রয়েছেন। এর আগে তিনি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দুই বছর কর্মরত ছিলেন।
তিনি উপজেলা সদরের ঐতিহ্যবাহী বেসরকারি প্রতিষ্ঠান নুরজাহান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শুক্রবার নিয়মিত রোগী দেখেন।