সর্বশেষ:

sodor upojela nirbahi officer er manobik sohayota

বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার মুস্তাফিজুরের মানবিক সহায়তা

sodor upojela nirbahi officer er manobik sohayota
Facebook
Twitter
LinkedIn

বিশেষ প্রতিনিধি :

জেলার বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার এস,এম মুস্তাফিজুর রহমান’র মানবিকতায় বসবাসের জন্য গৃহনির্মাণ’র সরঞ্জামাদি ও শুকনো ভোগ্য পণ্য পেলেন খাড়া সম্বল গ্রামের সহায়সম্বলহীন রুহিদাস হালদার।

ইউএনও মুস্তাফিজুর রহমান বিভিন্ন মাধ্যমে জানতে পারেন যে, বয়োবৃদ্ধ পিতা-মাতা, স্ত্রী ও সন্তান নিয়ে একটি ভাড়ায় চালিত ইজিবাইক চালিয়ে ৬ সদস্যের সংসার চালাতে নিদারুণ হিমশিম খাচ্ছিলেন। এমনকি চলমান বর্যা মৌসুমে রুহিদাস হালদারের একমাত্র আশ্রয়স্থল ঘরটির অবস্থাও চরম নাজুক। গতকাল বেলা ১২ টায় ইউএনও মোস্তাফিজুর রহমান স্হানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের মাধ্যমে রুহিদাস হালদারকে ডেকে নিয়ে ২ বান (১৮ পিচ) টিন,৬ হাজার টাকার চেক, ৩০ কেজি চাউল, তেল, ডাল, চিনি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় শুকনা খাবার তার হাতে তুলে দেন। প্রদানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস, এম, হাসান ইবনে জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁর এ মানবিকতায় এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। সদা মিষ্টভাষী, সৎ ও দক্ষ ইউএনও এস, এম, মুস্তাফিজুর রহমান যোগদানের পর হতেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও মানবিক সেবা প্রদান করায় এলাকার মানুষ তাঁর প্রশংসায় ভাসছেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana