
খুলনার কয়রা উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আদর্শ মহাপুরুষ হযরত মোহাম্মদ (সা.)এর দুনিয়াতে আগমন ও ওফাত উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ঈশার নামাজের পর ঘুগরাকাটি বাজার জামে মজজিদে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
ঘুগরাকাটি তরুণ সংঘের মোঃ আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম সরওয়ার। ঘুগরাকাটি তরুণ সংঘের আয়োজনে আলোচনা সভায় ঘুগরাকাটি বাজারের ব্যবসায়ী তরুণ সংঘের সদস্যসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, মাওলানা মোঃ নুরুল আলম , মোঃ সালাউদ্দিন, মোঃ আঃ সামাদ প্রমুখ। বক্তাগণ মহানবী (সা.) এর কর্মময় জীবন, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।