সর্বশেষ:

shresto upojela nirbahi korkorta holen mohamad rashed

শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন মো. রাশেদুজ্জামান

shresto upojela nirbahi korkorta holen mohamad rashed
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী  কালিয়া, নড়াইল থেকে

খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। জানুয়ারি মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের মেধাবী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে উপজেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

খুলনা বিভাগের মোট ৫৯টি উপজেলার মধ্যে ১০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

তাঁর সহকর্মীদের মতে, দায়িত্ব পালনে তিনি এতটাই নিবেদিত যে অসুস্থ অবস্থাতেও কাজ চালিয়ে গেছেন। শুধুমাত্র ইউএনও হিসেবেই নয়, গুরুত্বপূর্ণ সময়ে তিনি উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার মেয়রের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেছেন।

এ অর্জনের প্রতিক্রিয়ায় মো. রাশেদুজ্জামান বলেন, “কালিয়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ সহজ হয়েছে। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।” তাঁর এ সাফল্যে কালিয়া উপজেলাবাসী গর্বিত।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana