সর্বশেষ:

বটিয়াঘাটার পল্লীতে শর্ট সার্কিটে ঘর পুড়ে ছাই

Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী এলাকায় বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে একটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে কল্যাণশ্রী মাঠের পাশে ওয়াহিদুল ইসলাম শেখের বাড়িতে এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওয়াহিদুল ইসলাম জানান, সকালে আমরা বাড়ির সামনে উঠানে অবস্থান করছিলাম। হঠাৎ ঘরের ভেতর থেকে বিকট শব্দ শুনতে পাই। এর কিছুক্ষণ পরেই ঘরের ভেতর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন ও সুরখালী বিদ্যুৎ অফিস কর্মীদের খবর দেই। তাদের পৌঁছানোর আগেই আগুনে ঘরের ভেতরের সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে খাট, বাক্স, জামা -কাপড় আলনা ও বিভিন্ন ঘরের আসবাবপত্র সহ প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে বারোআড়িয়া পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহিম সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana