এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা)
খুলনার পাইকগাছার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত ঐতিহ্যবাহী ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে জিএম শুকুরুজ্জামান ও আলহাজ্ব শেখ ফজলুর রহমান পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে কপোতাক্ষ মার্কেট চত্বরে সমিতির ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯৬৫ জন ভোটারের মধ্যে ৮৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১২ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
নির্বাচনে সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ পদে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয় বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান আনারস প্রতীকে ৪৪৩ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু ছাতা প্রতীকে ৪২৪ ভোট পেয়েছেন। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে বর্তমান সম্পাদক আলহাজ্ব শেখ ফজলুর রহমান মাছ প্রতীকে ৫৪২ ভোট পেয়ে পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আলহাজ্ব মুরশাফুল আলম হরিণ প্রতীকে ৩২৫ ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে গাজী সোহেল রাশেদ জনি মোরগ প্রতীকে ৫৩৩ ভোট পেয়ে পুনরায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। আবুল কালাম আজাদ ফুটবল প্রতীকে ৩২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে মোশাররফ হোসেন দেয়াল ঘড়ি প্রতীকে ৪৬৮ ভোট পেয়ে পুনরায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। হাবিবুর রহমান মুছা পাখা প্রতীকে ৩৯৮ ভোট পেয়েছেন। ৮ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী ১১ জন প্রার্থীর মধ্যে শাহীন গাজী গরুর গাড়ি প্রতীকে ৬৫৪ ভোট, মনিরুল ইসলাম কলম প্রতীকে ৫৭২ ভোট, মোশাররফ হোসেন বাই সাইকেল প্রতীকে ৫৬০ ভোট, নুরু গাজী বটগাছ প্রতীকে ৫৪৩ ভোট, রাজীব কুমার মন্ডল টিয়াপাখি প্রতীকে ৫২৫ ভোট, সেলিম শাহরিয়ার ডাব প্রতীকে ৫১৬ ভোট, রাব্বু ইসলাম দিপু টেলিভিশন প্রতীকে ৪৬৯ ভোট ও সাংবাদিক মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু কাঁঠাল প্রতীকে ৪৬৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, সহকারী ছিলেন জেলা সমবায় কার্যালয়ের আক্তারুজ্জামান ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আমির হোসেন।