মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নিজস্ব সংবাদদাতা, (কালিয়া), নড়াইল
১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার সম্মুখ যুদ্ধে শহীদ হন কচুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোঃ আয়বালি গাজী। মহান স্বাধীনতার এই বীর সন্তানের শাহাদাত বার্ষিকী আজ।
এই উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শহীদের নিজ গ্রামে মিলাদ মাহফিল ও স্মরণ আলোচনা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শহীদ আয়বালি গাজীর পরিবারের সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদ আয়বালি গাজীর অবদান স্মরণ করে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে শহীদদের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদ আয়বালি গাজীসহ সকল শহীদ বীরদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।