সর্বশেষ:

shikkhoker biruddhe onoitik kajer shastir dabite manobbondon

কয়রায় শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের শাস্তির দাবীতে মানববন্ধন

shikkhoker biruddhe onoitik kajer shastir dabite manobbondon
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

খুলনার কয়রায় উপজেলার বাগালী ইউনিয়নে কুশোডাঙ্গা গ্রামের শিক্ষক মোঃ আঃ মজিদ মোড়ল এর অনৈতিক কর্মকান্ডের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ফতেকাটি কুশোডাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও দুপুর ১ টায় কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুশোডাঙ্গা ফতেকাটি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ মজিদ দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড করে আসছে ১৯৯৬ সালে ফতেকাটি কুশোডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন সময়ে ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে মুচলেকা দিয়ে ক্ষমা চাওয়ার পরও তার চরিত্র ভালো হয়নি।

সে দীঘ দিন ধরে ফতেকাটি গ্রামের এক মহিলার সাথে পরকীয়া করে অবৈধভাবে শারিরীক সম্পর্ক করে আসছে। ফতেকাটি গ্রাম বাসি উক্ত মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় গত ২৭ অক্টোবর রাতে ধরে ফেলে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ধরে শিক্ষক আঃ মজিদ পরকীয়া সম্পর্ক করে আসছে। প্রায় রাতেই তিনি ওই নারীর বাড়িতে আসা-যাওয়া করতেন।

এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রাতে ওই নারীর সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান তিনি। ওই সময় তাদের অন্তরঙ্গ অবস্থায় ধরে ফেলেন ওই নারীর স্থানীয়রা। পরে প্রতিবেশীরা এসে তাকে বাড়ির পাশে গাছে উলঙ্গ অবস্থায় বেঁধে রাখেন।
পরে অভিযুক্ত শিক্ষকের আত্মীয় এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।উক্ত চরিত্রহীন শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবী জানান বক্তারা এ সময় উপস্থিতি ছিলেন বারিক গাজী, আঃ সবুর গাজী, হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, রানা, নুর মোহাম্মাদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana