সর্বশেষ:

shikkhoker-biruddhe-chatrike-shlilotahanir-ovijjog

পাইকগাছায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

shikkhoker-biruddhe-chatrike-shlilotahanir-ovijjog
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ৩৮ নং মৌখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম তারেক আজিজ (শুভর) বিরুদ্ধে ৫ম শ্রেণীর পড়ুয়া এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করায় জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ২ডিসেম্বর সোমবার পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী তার বান্ধবীকে সাথে নিয়ে স্কুলে আসে এবং কলম কেনার জন্য নিকটবর্তী বাজারে উদ্দেশ্য রওনা দিলে সহকারী শিক্ষক জি এম তারেক আজিজ (শুভ) সুকৌশলে দুশিক্ষার্থীকে ডেকে তার ফাঁকা নিজ বাড়ীতে নিয়ে যায়। একজনকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দরজা আটকে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। সেসময় নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করলে শিক্ষক তার মুখ চেপে ধরে। এদিকে বান্ধনী শুনতে পেয়ে বাইরে থেকে চিৎকার করে উঠলে তাকে ছেড়ে দেয় এবং বাড়ীতে চলে এসে তাদের অভিভাবকে জানায়। ১২ডিসেম্বর জেলা ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সহকারী শিক্ষক তারেক আজিজ (শুভ) ‘র কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে কথা বলতে নারাজ।

উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana