পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা'র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনারুল কাদির, হাবিবুর রহমান মোল্লা, মিজান গাজী, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য এসএম মোফাজ্জেল হোসেন, অরুণা বেগম, হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, মর্জিনা বেগম, রফিকুল ইসলাম, অঞ্জলি ঢালী, অরবিন্দু কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডল।