বটিয়াঘাটা প্রতিনিধিঃ
নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের বিচারের দাবিতে বটিয়াঘাটা উপজেলার ০৩ নং গঙ্গারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারে এই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু'র নির্দেশনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেন ঢালী ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মেহেদী আল আজাদ।
বিক্ষোভ মিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হুমায়ুন কবির বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোল্লা কারিমুল ইসলাম, গঙ্গারামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাহিদুর সরদার, সাধারণ সম্পাদক ইমরান শেখ, জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক আকন, শামিম শেখ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন রানা, ইমরান খান সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীবৃন্দ।