নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার আশাশুনিতে মৎস্য ঘের দখলের চেষ্টা এবং ঘের মালিক ও তার পরিবারকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ভুক্তভোগী মোঃ মোমরেজ আশাশুনি থানায় দায়েরকৃত জিডিতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ভয়ভীতি, হুমকি এবং হয়রানির অভিযোগ তুলেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুলাই শুক্রবার সকাল ১০টার দিকে তার চাচাতো ভাই বাবুল সানাকে গদাইপুর এলাকায় নিজস্ব মৎস্য ঘেরে একা পেয়ে অভিযুক্তরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা বলেন, পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে অপমান করবেন, প্রাণনাশসহ জানমালের ক্ষয়ক্ষতি করবেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবেন।
অভিযুক্তরা হলেন, কাপসত্তা এলাকার মৃত আমির আলী সানার পুত্র মোঃ নুর মোহাম্মদ সানা, মৃত আলী মোড়লের পুত্র মোঃ আরব আলী, মৃত সুরমান মোড়লের পুত্র মোঃ খোকন মোড়ল এবং গদাইপুর এলাকার মৃত চিত্তো রাজন ব্যানার্জীর পুত্র প্রভাকর ব্যানার্জী।
জিডিতে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত শত্রুতা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে মোমরেজ ও তার পরিবারের ওপর নানাভাবে হয়রানি করে আসছেন। তাদের দ্বারা একাধিকবার গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ শামিম সানা বলেন, “নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের সহযোগীরা এখন মৎস্য ঘের দখলের পাঁয়তারা চালাচ্ছে। তারা হামলা-মামলা ও নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে এলাকাজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে।”
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ আরব আলী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ প্যানেল থেকে নির্বাচিত ইউপি সদস্য। তার নেতৃত্বে অন্যান্য হুমকিদাতারা দলীয় ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ ক্যাডার বাহিনী পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ঘের মালিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক।