সর্বশেষ:

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

Facebook
Twitter
LinkedIn

খুলনা নগরীর বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকায় পারিবারিক কলহের জেরে চাঁদনী বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. মাসুদ ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সন্তানকে খাবার কেনার জন্য ৫০-৬০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে মাসুদ শারীরিকভাবে নির্যাতন করলে গুরুতর আহত হন চাঁদনী। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চাঁদনী বেগমের বাড়ি ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামে। বিয়ের পর থেকে তিনি স্বামীকে নিয়ে নগরীর বয়রা এলাকায় বসবাস করছিলেন। তাদের একটি সন্তান রয়েছে।চাঁদনীর পরিবারের অভিযোগ, স্বামী মাসুদ নিয়মিতই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana