সর্বশেষ:

shakbaria elakay bagher anagona

সুন্দরবনের শাকবাড়িয়া এলাকায় বাঘের আনাগোনা

shakbaria elakay bagher anagona
Facebook
Twitter
LinkedIn

শাহিদুল ইসলাম কয়রা,খুলনা

সুন্দরবনের শাকবাড়িয়া এলাকায় দেখা দিয়েছে বাঘের আনাগোনা । জেলেদের সুন্দরবনে সবধানে চলাফেরার পরামর্শ বন বিভাগের ।

গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ষ্টেশন এলাকার শাকবাড়িয়া টহল ফাঁড়ি সংলগ্ন, কলুখালি নামক খালের পাড়ে জাল ধরার সময় একটি বাঘ দেখতে পায় স্থানীয় জেলে রফিকুল ইসলাম শেখ।

তিনি বলেন, আমি খালের এপারে জাল ধরার জন্য গিয়েছিলাম। কিছুক্ষন জাল মাটিতে পোতার পর হঠাৎ দুর থেকে নজর যায় খালের ওপারে তখন খেয়াল করে দেখি একটি বড় বাঘ বসে আছে। তখন জাল ফেলে রেখে দ্রুত নৌকা নিয়ে চলে আসি। বাড়িতে এসে লোকজন নিয়ে বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য পুনরাই সেই স্থানে গিয়ে তার (বাঘের) পায়ের সাফ দেখতে পাই। ততক্ষনে বাঘটি ওই স্থান থেকে চলে যায়।

স্থানীয় আরো কয়েকজন জেলেরা বলেন, গত কয়েকদিন যাবৎ একটি বাঘ শাকবাড়িয়া এলাকা দিয়ে ঘোরাঘুরি করছে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে বাঘের পায়ের সাফ দেখা যাচ্ছে ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana