সর্বশেষ:

shahidder proti upojela proshashoner sroddha

কালিয়ায় মহান বিজয় দিবসে শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

shahidder proti upojela proshashoner sroddha
Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল) প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কালিয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কালিয়া ডাকবাংলো চত্বরে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানানো হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, “মহান বিজয় দিবস আমাদের কেবল আনন্দের নয়, এটি সেই অমর আত্মত্যাগের স্মারক, যার বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসমাম বলেন,“বিজয় দিবস শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন কর্মে বাস্তবায়ন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শ্রাবন্তী বিশ্বাস, সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের উদ্দেশে বলা হয়,
“বিজয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। স্বাধীনতা রক্ষায় সততা, দেশপ্রেম ও ঐক্যের কোনো বিকল্প নেই।”

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana