
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খড়িয়া সেভেন স্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার বিকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে খড়িয়া মিলনবিথী যুব সংঘ টুর্নামেন্টের এ ফাইনাল খেলার আয়োজন করে।
মাগুরখালীর তুয়া ফুটবল একাদশ ও খড়িয়া সেভেন স্টার সংঘ ফুটবল একাদশের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় গোল শুন্য ভাবে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী তুয়া ফুটবল একাদশ কে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে খড়িয়া সেভেন স্টার সংঘ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ইউপি সদস্য অরবিন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামান, প্রেমানন্দ সানা, অঞ্জলি রাণী ঢালী, শিবু প্রসাদ ঢালী, সমীরণ কুমার মন্ডল, মিলনবিথী যুব সংঘের সভাপতি স্বদেশ ঢালী। ধারাভাষ্যে ছিলেন সুভাষ চন্দ্র ঢালী, অনীষ চন্দ্র মন্ডল, অমরেশ গাইন ও সুভাষ চন্দ্র রায়। খেলা পরিচালনা করেন জিএম মনোয়ার লাচ্চু, রবিউল ইসলাম ও রেজাউল করিম। ম্যান অব দ্যা ম্যাচ হন সেভেন স্টার ফুটবল একাদশের গোলরক্ষক জয়।















