মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টার দিকে সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মামুন নামের এক মাটি ব্যবসায়ীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম। তিনি জানান, ফসলি জমির টপ সয়েল কাটার ফলে জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি ও টপ সয়েল কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।