সর্বশেষ:

secchasebi songhothoner uddege nachimar ghor nirman

সেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ পাইকগাছা উদ্যোগে অসহায় নাছিমার ঘর তৈরির উপকরণ বিতরণ

secchasebi songhothoner uddege nachimar ghor nirman
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ পাইকগাছা’র উদ্যোগে অসহায় নাছিমার ঘর তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে। পাইকগাছা পৌরসভার ২ নং ওয়ার্ডের মৃত একুব্বার আলীর স্ত্রী নাছিমা বেগম ুর ঘরে কয়েক বছর ধরে অত্যন্ত অসহায় জীবন যাপন করছিলেন। খবর পেয়ে সেচ্ছাসেবী সংগঠন “আত্মপ্রকাশ পাইকগাছা” অসহায় নাছিমার একটি থাকার ঘর তৈরি করে দেয়ার অশ্বাস প্রদান করেন।

বৃহস্পতিবার বিকালে সংগঠনের সদস্যরা নাছিমার বাড়িতে যেয়ে ঘর তৈরির জন্য দুই বান টিন ও উপকরণ ক্রয়ের জন্য নগদ ২৩ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আত্মপ্রকাশ পাইকগাছার উপদেষ্টা সংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ, আসাদুল ইসলাম, সভাপতি আরিফুল ইসলাম রনি, সম্পাদক সম্পাদক এরশাদ আলী, ফয়সাল আশিকুজ্জামান রনি,হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল- মামুন, রিয়াদ হাসান, ইমরান হোসেন, জাবির মাহমুদ, জিনারুল ইসলামসহ অন্য সদস্যবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana