এইচ এম সাগর (হিরামন) খুলনা :
বটিয়াঘাটার দৈনিক ইনকিলাব ও খুলনা গেজেট পত্রিকার সাংবাদিক তুরান হোসেন রানার পিতা ডা : সরদার সিহাব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা: সরদার সিহাব উদ্দিন দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে খুলনার একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। ডা: সরদার সিহাব উদ্দিনের গ্রামের বাড়ি রূপসা উপজেলার নন্দনপুর গ্রামে। তবে প্রায় ৪০-৫০ বছর আগে তিনি বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নের রায়পুর এলাকায় পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রায়পুর এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সোমবার ডা: সরদার সিহাব উদ্দিনের জানাজা শেষে রায়পুর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ডা: সরদার সিহাব উদ্দিনের মৃত্যুতে বটিয়াঘাটা সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।