সর্বশেষ:

sangbadik sommelon e apos mimangsha

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাদী বিবাদীদের মধ্যে আপস মীমাংসা

sangbadik sommelon e apos mimangsha
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার গাওঘরা এলাকার আব্দুস সোবান শেখ বাদী হয়ে একই এলাকার রিয়াদ শেখ সহ চার জনের বিরুদ্ধে গত ১৮/৮/২৫ তারিখে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮।

গত রবিবার বেলা ১০টায় বাদি সোবহান সেখ, ও বিবাদী রিয়াজ শেখ গং সহ চারজন মিলে স্থানীয় বটিয়াঘাটার একটি প্রেসক্লাবে মামলাটি মীমাংসা করার জন্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে বিবাদী তাদের ভুল স্বীকার করে বাদীর কাছে ক্ষমা চায়। বাদী তাদেরকে ক্ষমা করে বিষয়টি মীমাংসা করে নেয়। সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইজাজুর রহমান শামীম, বিএনপি নেতা শেখ মাসুদুজ্জামান মাসুদ সহ বিএনপি’র অঙ্গসংগঠনের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে এক ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana