বটিয়াঘাটা (খুলনা)প্রতিনিধিঃসিনিয়র সাংবাদিক মনিরুজ্জামানের শশুর অবসরপ্রাপ্ত বিডিআর অফিসার আলহাজ্ব শেখ মোদাচ্ছের হোসেন স্ট্রোক জনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শনিবার ভোর ৬টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে এক কন্যা, দুই পুত্র ও এক স্ত্রী অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের জানাজা নামাজ জোহরবাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।পরে বটিয়াঘাটা কেন্দ্রীয় কবর স্থানে দাফন সম্পন্ন হয় । মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রধান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাব। প্রদত্ত বিবৃতিরা হলেন সভাপতি প্রতাপ ঘোষ, সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক যথাক্রমে পরিতোষ কুমার রায়, এস এম এ ভূট্টো, , মহিদুল ইসলাম শাহীন, মোঃ মনিরুজ্জামান মনি, হিরামন মন্ডল সাগর, মোঃ আরিফুজ্জামান দুলু, গৌর দাস ঢালী, মোঃ শাওন হাওলাদার, মোঃতুরান হোসাইন রানা, পরাগ রায়, গাজী তরিকুল ইসলাম, এড. মোস্তফা বিলাল, রিপন রায়, নিখিলেশ গাইন, দীগন্ত মল্লিক, মোঃআকতারুল ইসলাম, নিতিশ বাছাড়, বিশ্বজিৎ রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ, পরাগ গাইন, সুমন বিশ্বাস, চিরঞ্জিৎ মল্লিক, অনিক বিশ্বাস প্রমূখ।