
তুরান হোসেন রানাঃ
খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন দৈনিক দিনকাল সংবাদপত্রের সাংবাদিক ফকির শহিদুল ইসলাম কে আর্থিক সহায়তা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গত (১২ জুলাই) শনিবার বিকেলে সিটি মেডিকেলে আসেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল।
তিনি বলেন, সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। সমাজের বিত্তবানদের প্রতি আহবান থাকবে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাংবাদিকদের পাশে থাকবেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ জামাল উদ্দিন, নগর মিডিয়া কমিটির আহবায়ক মিজানুর রহমান মিল্টন, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক জিএম রাসেল ইসলাম, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাবিবুল্লাহ তারেক প্রমুখ।