
বিশেষ প্রতিনিধি,খুলনা :
১লা সেপ্টেম্বর, সোমবার বেলা ১১ টায়
বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক আরিফুজ্জামান দুলু এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি মনিং ভয়েজ পত্রিকার অনলাইনে আমাকে নিয়ে একটি ভিডিও সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদে আমাকে নিয়ে যা বলা হয়েছে, তা আদৌ সত্য নয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভীত্তিহীন। উক্ত সংবাদে আমার পেশাগত কাজ কলুশিত ও আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ধামা চাপা দেওয়ার জন্য উক্ত সংবাদ প্রকাশ করে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বটিয়াঘাটা উপজেলায় বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালবুনিয়া গ্রামের মহিউদ্দিন, নজরুল ইসলাম, ঈসা শেখ সহ প্রায় ২০/২৫ জন জমির বর্তমান মালিক সাংবাদিকদের স্মরণাপন্ন হয়। সাংবাদিকদের নিকট এসে উক্ত ভূক্তভোগীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তারা বলেন, স্থানীয় কবির শেখ, মিলন তরফদার সহ ২০/২৫ জন লোকজন আমাদের দীর্ঘ দিনের ভোগ দখলকৃত জমিতে এসে আমাদের রোপনকৃত ধানের পাতা তুলে ফেলে নষ্ট করে। এবং তারা উক্ত জমিতে ধানের পাতা রোপন করে। আমরা বাঁধা দিলে তারা বলে, জমি এখন আমাদের। এই জমিতে আসলে তোরা জান মাল নিয়ে ফিরে যেতে পারবি না। এছাড়া তারা আমাদের বিভিন্ন ভয়ভিতি ও জীবনাশের হুমকি দেয়। বিষয়টি সরে-জমিন তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান সাংবাদিক আরিফুজ্জামান দুলু।