সর্বশেষ:

salafia madrasar shuvo udhvodon

পাইকগাছা সালাফিয়া মাদরাসা’র শুভ উদ্বোধন

salafia madrasar shuvo udhvodon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় সালাফিয়া মাদরাসা’র উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে বান্দিকাটী আহলে হাদিস জামে মসজিদ সংলগ্ন মাদরাসা ভবনে অনুষ্ঠিত হয়।

মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সেলিম জাহাঙ্গীর সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, আহলে হাদিস জামে মসজিদ এর সাবেক সভাপতি আলহাজ্ব রহমত আলী গাজী, আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরদার, বর্তমান সভাপতি অলিউর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপজেলা আহলে হাদিস সংগঠনের সভাপতি হারুন অর রশীদ, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ রবিউল ইসলাম, কারী নুর মোহাম্মদ, আব্দুল করিম জোয়ার্দার, আসাদুল ইসলাম, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, রবিউল ইসলাম, বাচ্চু গাজী, আজিজুর রহমান, রুহুল কুদ্দুস ও কিনু গাজী। উল্লেখ্য নতুন প্রতিষ্ঠিত মাদরাসাটি উপজেলা আহলে হাদিস সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

মাদরাসায় প্রাথমিকভাবে দুটি বিভাগ চালু করা হয়েছে। নূরানী বিভাগে শিক্ষার্থীদের প্লে, নার্সারি, কেজি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে পড়ার সুযোগ রাখা হয়েছে। প্রি- হিফয বিভাগে আমপারা, কায়েদা ও নাজেরা’র পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার ও সাধারণ জ্ঞান শিক্ষার সু- ব্যবস্থা রয়েছে। এখানকার উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা আল মাহাদ আস সালাফি মাদরাসা সহ পর্যায়ক্রমে ঢাকা ও মদিনায় লেখাপড়ার সুযোগ রয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana