পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা সরকারি কলেজ আয়োজিত ৩ দিন ব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। প্রভাষক আছাবুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমান উল্লাহ গাজী। বক্তব্য রাখেন প্রভাষক নাজমিন নাহার, আসমা আখতার, সোমা রায় ও প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ, হামদ-নাত-ইসলামী সঙ্গীত, হাতের লেখা, আবৃত্তি, বিতর্ক, একক অভিনয়, রবীন্দ্র- নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান , একক নৃত্য ও দলীয় নৃত্য সহ ১১ টি বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।