সর্বশেষ:

saber chowdhurir jamin niye proshno tulechen rizvi

২৪ ঘণ্টার মধ্যে সাবের চৌধুরীর জামিন নিয়ে প্রশ্ন তুলেছেন রিজভী

saber chowdhurir jamin niye proshno tulechen rizvi
Facebook
Twitter
LinkedIn

নিউজ ডেস্ক

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে জামিন পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। সাবেরের বিরুদ্ধে ১১ জনকে গুম ও হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও এত দ্রুত জামিন পাওয়া সম্ভব কীভাবে, তা নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার খিলগাঁওয়ে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যদের আয়োজিত এক সমাবেশে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, সন্দেহভাজন হত্যাকারী সাবের হোসেনের বিরুদ্ধে ন্যায়বিচার দাবি করেন।

রিজভী বলেন, সাবেরের নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছেন এবং অনেকেই পঙ্গু হয়েছেন।

রিজভী আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনুস হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টা আসিফ নজরুল আমার ঘনিষ্ঠ সহযোগী। তাহলে কিভাবে একজন হত্যাকারী আইন উপদেষ্টা হিসেবে থেকে জামিন পেয়ে যেতে পারেন? এই এলাকায় (খিলগাঁও) প্রচণ্ড নির্যাতন, অত্যাচার, এবং বর্বরতা চালানো হয়েছে। অনেকেই অঙ্গহানি হয়েছে। জনির মতো তরুণদের জীবন দিতে হয়েছে। জনিকে তার বাড়ি থেকে ধরে এনে এখানে ১৬ বার গুলি করা হয়েছিল।”

তিনি জোর দিয়ে বলেন, সাবের হোসেন চৌধুরী এই ১১টি গুম ও হত্যার ঘটনায় সম্পূর্ণ দায়মুক্ত নন, কারণ তার নির্দেশেই এই অপরাধগুলো সংঘটিত হয়েছে।

সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, মহানগর বিএনপি নেতা ইউনুস মির্জা, সাবেক কাউন্সিলর লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ড. জাহিদুল কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রোববার রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল সাবেরকে গ্রেপ্তার করে।

পরদিন তিনি জামিনে মুক্তি পান, যখন একটি ঢাকার আদালত খিলগাঁও থানার চারটি এবং পল্টন থানার দুটি মামলা, যেগুলো মূলত হত্যার অভিযোগে ছিল, সেই মামলাগুলিতে তাকে জামিন দেন। সাবের হলেন প্রথম আওয়ামী লীগ নেতা যিনি ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হওয়া অনেক রাজনীতিক ও প্রাক্তন মন্ত্রীর মধ্যে জামিন পেলেন।

সূত্র: DhakaTribune
Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana