সর্বশেষ:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালীগঞ্জ থানা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

Facebook
Twitter
LinkedIn

বাবুল আক্তার, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঝিনাইদহ কালীগঞ্জ থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
​আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ এই শোক প্রকাশ করেন। কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বাবুল আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

​শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে বাংলাদেশে নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন, নারী ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ে উন্নয়নের যে ধারা তিনি সূচনা করেছিলেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক মহান দেশপ্রেমিক ও জনপ্রিয় নেত্রীকে হারালো, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।”

বিবৃতিতে আরও বলা হয়, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিক সমাজ মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
​উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন থেকে তিনি কিডনি, হৃদরোগসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়ার পর সবশেষ নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে পুরো কালীগঞ্জ উপজেলাসহ দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana