পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান বিদ্যুৎ (৫১) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। সোমবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মঙ্গলবার ২ টার দিকে তার জানাযা শেষে সোলাদানা ইউনিয়ন পরিষদ পরিচালিত কবরস্থানে দাফন করা হয়। জানাযায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকী, অধ্যক্ষ আজাহার আলী, বিএনপি নেতা শেখ বেনজির আহম্মেদ লাল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, বতর্মান সভাপতি জিএম শুকুরুজ্জামান, দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, কাজী তসলিমুর রহমান, সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল বাশার, মাহবুবুর রহমান সানা, শেখ জলিল, কাজী মুজিবর, মাষ্টার মুজিবুর রহমান, সোহেল রাশেদ সনি, মোল্লা ইউনুছ, ডাঃ শফিকুল ইসলাম, এড. আক্কাজ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।