প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
রংপুর হারাগাছে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা; র্যাবের অভিযানে প্রধান পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ।

আঃমাবুদ
স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশ আমার অহংকার‘ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিমের স্বামী দীর্ঘদিন পূর্বে মারা যায়। সেই কারনে ভিকটিম তার প্রতিবেশীর বাসায় ৮ বছর যাবত গৃহকর্মীর কাজ করে আসছিলো। এরই মধ্যে গ্রেফতারকৃত আসামি ভিকটিমের একাকিত্বের সুযোগ নিয়ে ভিকটিমকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে ইং-২৪/০৪/২০২৫ তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি তার নিজ বাড়ীর শয়ন কক্ষে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার হারাগাছ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ-১৯/১১/২০২৫ খ্রিঃ; ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৯(১)/৩০ ধারা; তৎসহ ১৮৬০ সালের পেনাল কোড ৩১৩/৩৪৭/৩৪/৫০৬(২) ধারা।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
উক্ত মামলা রুজু হওয়ার পর থেকেই র্যাব ছায়াতদন্ত অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ইং-১০/০১/২০২৬ তারিখ রাত ১২.৩০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ১। মোঃ হাছেন আলী (৫০), পিতা-মোঃ সোলেমান ভাকরা, সাং-চরচতুরা (কলমদার পাড়া), থানা-হারাগাছ, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Dainik BD News | দৈনিক বিডি নিউজ. All rights reserved.