সর্বশেষ:

ঋণ খেলাপি অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা পরিবারের

Facebook
Twitter
LinkedIn

নড়াইল প্রতিনিধি:

বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণের দায়ভার পরিবারে চাপিয়ে দেওয়া এবং জমির দলিল বন্ধক রেখে অর্থ নেওয়ার অভিযোগে ছোট ভাইকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নড়াইলের একটি পরিবার।এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শহরের দুর্গাপুর এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চতুর্থ ভাই রাশেদুল ইসলাম। এ সময় পরিবারের ছোট ভাই সাহেদ হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম জানান, তারা ছয় ভাই ও এক বোনের পরিবার। এর মধ্যে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেন কালিয়ার পেড়লী এলাকায় ঘের ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসার নামে তিনি বিভিন্ন ব্যাংক, এনজিও এবং জমির দলিল বন্ধক রেখে উল্লেখযোগ্য পরিমাণে ঋণ নেন। তবে এসব বিষয়ে পরিবারকে কিছুই জানাননি।পরিবার বিষয়টি জানতে চাইলে জাহিদ হোসেন উল্টো ক্ষোভ দেখিয়ে বলেন—“আমার ব্যবসা আমি নিজেই দেখবো, তোমরা এতে হস্তক্ষেপ কোরো না।” তার এ আচরণ এবং ঋণ খেলাপির কারণে পরিবার সামাজিক ও আর্থিকভাবে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে অভিযোগ করেন রাশেদুল ইসলাম।

তিনি জানান, পারিবারিক বৈঠকে সিদ্ধান্তক্রমে পঞ্চম ভাই মো. জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ বা সম্পর্ক থাকবে না এবং তার কোনো দায়-দায়িত্বও আর তারা গ্রহণ করবে না।

 

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana