পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছার ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে অফিসার্স ক্লাব চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট এর উদ্যোগে চলমান শীত মৌসুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র হিসেবে পৌরসভার দুই শতাধিক ছিন্নমূল দুর্গত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
এসময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট অফিসার তরিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা ইলিয়াস শাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ সহ জেলা ও উপজেলা আরসিওআই বৃন্দ। শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।