সর্বশেষ:

rarli ittorpara baytul sala jame moshjider udvodon

পাইকগাছার রাড়ুলীর নবনির্মিত রাড়ুলী উত্তর পাড়া বায়তুল সালা জামে মসজিদের উদ্বোধন

rarli ittorpara baytul sala jame moshjider udvodon
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছার নবনির্মিত রাড়ুলী উত্তর পাড়া বায়তুল সালা জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শুরু করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার এলাকার শতশত মুসুল্লি জুম্মার নামাজ আদায় করেন নবনির্মিত এ মসজিদে। নামাজ পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন সরদার।

খুৎবা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ডালিম সরদার, সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান, বিএনপি নেতা নাজির আহমেদ, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল মোমিন সানা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ইলিয়াস হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, এস রোহতাব উদ্দিন আহমেদ, এস কে মহিবুল্লাহ, আব্দুস সামাদ গাজী, মসজিদ কমিটির সহ সভাপতি কওছার আলী গাজী, নরিম সরদার, আসলাম সরদার, সহ সেক্রেটারি শাহীন সরদার, আজিজ সরদার, কোষাধ্যক্ষ আতিয়ার সরদার, হাদী হাসান, শামীম জোয়ার্দার, শরিফুল সরদার, শফিকুল সরদার, জালাল গোলদার, জাহাঙ্গীর সরদার ও রফিকুল ইসলাম গাজী।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana