
এইচ এম সাগর (হিরামন) :
সাতক্ষীরায় ৩৫৮ বোতল (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই ২০২৫ র্যাব-৬, (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের
হাড়দ্দহা মাঝের পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১১ ই জুন ২০২৫ ভোরবেলা উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। শরিফুল ইসলাম ওরফে কালু (৩০), পিতা- নাজিম সরদার, মাতা- জোহরা বিবি, এবং ২। মোঃ আব্দুল কাদের (২৫), পিতা- মোঃ মনিরুজ্জামান মনির, মাতা-আমেনা খাতুন, উভয় সাং-হাড়দ্দহা মাঝের পাড়া, ওয়ার্ড-০১, ইউপি- ভোমরা, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝের পাড়া সাকিনস্থ পলাতক আসামী রকিব হোসেন (২৫), পিতা- গফ্ফার হোসেন এর ইটের দেয়াল বেষ্টিত এক তলা বসতঘরের সিড়ির নিচ হতে ৩৫৮ (তিনশত আটান্ন) বোতল Wincerex (ফেন্সিডিল সাদৃশ্য) নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।