সর্বশেষ:

পাইকগাছায় শিবসার উপকূলে হাজারো পূণ্যার্থীদের আগমনে “রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার শিবসার অববাহিকায় শিববাটিস্থ রাস মন্দিরে হাজারো পূণ্যার্থীদের আগমনে ” শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকালে শিববাটি রাস মন্দির অঙ্গণে পৌরসভাস্থ ৬ টি মন্দির উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার সার্বজনীন পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা রাস পূর্ণিমা উপলক্ষ্যে রাস মেলা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। বিশেষ অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট অজিত কুমার মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস,

সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, আসমা আহমেদ, রবিশঙ্কর মন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, এস আই আতাউর, মেহেদী ও অলোক, পূজা উদযাপন পরিষদের পৌর সভাপতি বাবুরাম মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ মন্ডল। রাস কমিটির সাধারণ সম্পাদক হিরেন্দ্রনাথ সানা ও মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনা করেন। এসময় কমল মন্ডল, অজিত মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শ্যামপদ বৈদ্য, সাংবাদিক এস,এম,আলাউদ্দিন সোহাগ,বি. সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, মৃণাল সানা, বিভূতি সানা, বিরাজ মন্ডল, বিকাশ মন্ডল সহ অনেকে ছিলেন। কাঠামারী বাজার রাস মেলা কমিটির আয়োজনে ৫৪তম অনুষ্ঠান কাঠামারি বাজার ও হানি বাজার সংলগ্ন গুনোখালি নদীতে পূণ্য স্নানের উদ্বোধন করেন

বাহিরবুনিয়া বিনাপানি সেবাশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত ধর্মগুরু সকলের শ্রদ্ধীয় শ্রী অমূল্য কৃষ্ণ গোস্বামীর একমাত্র উত্তর সুরি ছোট গোসাঁই ধ্রুব রঞ্জন মন্ডল। এছাড়া উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, রাড়ুলী, লস্কর, সোনাদানা, গড়ইখালীতে শত শত ভক্তবৃন্দ রাস যাত্রা রাস পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana