খুলনা অফিসঃ
খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার(২৮ নভেম্বর ২০২৪) আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে মোঃ আব্দুল মজিদ সানা (৫৭) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪৭) দম্পতির উপর মৃত মোঃ রাজ্জাক মোল্লার পুত্র মোঃ আলম মোল্লার (৪৫) নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলা সহ ঘরবাড়ি ভাংচুর ও জীবন নাশের হুমকির অভিযোগ উঠেছে। এসময় তার সহযোগী হিসাবে সাথে ছিলো মোঃ পীর আলী শেখ (৫৫)এর পুত্র মোঃ রাসেল শেখ (২৪), মোঃ পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম (৪৫)।
মোঃ আব্দুল মজিদ সানার পুত্র মোঃ মনিরুল ইসলাম সানা জানান, আমি খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানায়, স্থানীয় বিগরদানা ক্যাম্পের পুলিশের সহায়তায় উদ্ধার হয় তার পিতা মাতা। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা আগে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে থানায় সাধারণ ডায়েরিও সে করে। ২০২২ সালের ২৯ অক্টোবর তার করা জিডি নং-১৪০৭।
কিন্ত সেটা স্থানীয়ভাবে বসাবসির মাধ্যমে মীমাংসা হয়। নাম না প্রকাশ করা শর্তে অনেকেই বলেন, মনিরুলের ক্রয়কৃত জমির উপর তাদের নজর পড়েছে বলে মনে হয়। তা না হলে বারবার তার পরিবারের উপর এমন আতর্কিত হামলা কেন বারবার হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।