বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা সুরখালী বুনারাবাদ এলাকায় পূর্ব শত্রুতা ও যাতায়াতের রাস্তার জেরধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে পিতা পুত্র। আহতরা বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় হামলা কারীদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের মোঃ আব্দুর রউফ শেখ।
তিনি তার অভিযোগে বলেন,সোমবার ৪ ডিসেম্বর সকালে বুনারাবাদ এলাকার মৃত শমসের আলী শেখের পুত্র আব্দুল মজিদ শেখ, অহিদ মাষ্টার ও মৃত নুর আলী শেখের পুত্র নজরুল শেখ, রুহুল আমিন শেখ, রিয়াজ শেখ, জিয়া শেখের পুত্র আবির শেখ এবং আব্দুল মজিদ শেখের পুত্র মারুফ শেখ বাহিনী দলবদ্ধ ভাবে পূর্ব পরিকল্পিতভাবে বাশের লাঠি ও লোহার রড নিয়ে রেজাউল করিম শেখ এর উপর হামলা চালায়। হামলায় রেজাউলের মাথা ফেটে যায় এবং সে রক্তাক্ত জখম হয়।
তার ছেলে পিতাকে ঠেকাতে গেলে সেও হামলা কারীদের হামলায় গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেন বটিয়াঘাটা পুলিশ।
প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, মারামারির সংবাদ শুনে আমি ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেই।
অভিযুক্ত রিয়াজ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম কিন্ত কে তাদের আহত করেছে তা আমি জানি না।
স্থানীয় ইউপি সদস্য সুজয় রায় সুজিত বলেন, ঘটনা সত্য তবে আমি ঘটনাস্থলে ছিলাম না। পরে আমি খোজ খবর নিয়েছি।