খুলনার পাইকগাছায় প্রতিবেশির মারপিটে আহত ময়না রানী সানা (৫৭) ২১ দিন পর মৃত্যু হয়েছে। নিহতের পারিবারিক সুত্র বলছেন, বুধবার সকাল ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানাগেছে, গত ১৮ জুন বিকেল ৫ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালীতে অতিবৃষ্টিতে বিলে মাছ ধরতে কারেন্ট জাল পাতা নিয়ে ময়না রানীর স্কুল পড়ুয়া নাতি শক্তি'কে লাঞ্ছিত করে প্রতিবেশি মনোরঞ্জন সানা। এ নিয়ে দু'পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। নিহতের ছেলে রবীন্দ্র নাথ সানার অভিযোগ ঝগড়ার এক পর্যায়ে মনোরঞ্জন সানা ও তার ছেলেদের মারপিটের শিকার হয়ে মা ময়না রানী ও ভাই রাজীব আহত হলে প্রথমে দু'জনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে মাথায় আঘাতপ্রাপ্ত ময়না সানাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, ইতোপুর্বে এ মারপিটের ঘটনায় মনোরঞ্জন সানাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা হলে আসামীরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয়।
এদিকে চিকিৎসাধীন অবস্থায় ময়না সানার মৃত্যু নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।