রাজধানীর মোহাম্মদপুরস্থ, লালমাটিয়াতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও বেদনাদায়ক ঘটনা। লামিয়া সুলতানা একজন শিক্ষিকা। যিনি লালমাটিয়ার এভোরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত ছিলেন। তার উপর দুই দফা হামলা চালানো হয়েছে।
১০ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে উক্ত শিক্ষিকা তার কর্মস্থলে যাওয়ার সময় হামলার শিকার হয়। সূত্র প্রকাশ,ধানমন্ডি এলাকায় রিকশাযোগে যাওয়ার পথে পিছন দিক থেকে কিছু দুর্বৃত্ত তার রিকশায় আক্রমণ করে। আকস্মিক হামলায় তিনি রিকশা থেকে পড়ে যান এবং ডান চোখে গুরুতর আঘাত পান। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর পুনোরায় ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ তার কর্মস্থল এভোরোজ ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালানো হয়। সেখানে তাকে মানসিক ভাবে হেনস্তা ও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। ভুক্তভোগী লামিয়া সুলতানা অভিযোগ করতে গেলে মোহাম্মদপুর থানা পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। জানা যায়, হামলাকারীদের নেতৃত্বে ছিলো ঢাকা মহানগর উত্তর এর যুবদলের যুগ্ন আহ্বায়ক কাউসার আহমেদ। তার নামে বিগত সরকার আমলে দুটি মামলা থাকলেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সেগুলো ঝুলে আছে। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায়,কাওসার আহমেদ দীর্ঘদিন যাবত লামিয়া সুলতানাকে পছন্দ করত। এছাড়াও সে বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতো। কিন্তু লামিয়ার পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে ও তার উপর নৃশংস ভাবে হামলা চালায়। স্থানীয়রা জানান,আওয়ামী সরকারের পতনের পর কাওসার বাহিনী যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে লামিয়া সুলতানা বর্তমানে মানসিক ভাবে ভেঙে পড়েছেন এবং তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। ভুক্তভোগী জরুরী ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান প্রশাসনের নিকট।