
গত ৯ নভেম্বর ২০২৫, তারিখ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বিডি নিউজ এ “বটিয়াঘাটার চেয়ারম্যান আসলামের হুকুমে এনসিপি নেতার উপর হামলা,থানায় মামলা” সংবাদ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। আমি উক্ত ঘটনার সাথে কখনো জড়িত নই।
ঐ মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নাই। বাদিকে ভুল বুঝিয়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী আমাকে আদৌ চেনে না। আমিও তাকে চিনিনা। একটি মহল আমার মান সম্মান ও দলীয় রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার নামে মিথ্যা মামলা দায়ের করেন। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
মোঃ আসলাম হালদার
ইউপি চেয়ারম্যান, ৩নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ বটিয়াঘাটা খুলনা















