এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বুধবার সকাল ১০ টা থেকে ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে রেখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায়ের পদত্যাগের দাবি জানান। প্রধান শিক্ষকের পদত্যাগ ছাড়া ও শিক্ষার্থীরা উপযুক্ত দক্ষ ও নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ, নতুন স্কুল কমিটি গঠন, নতুন রুটিন তৈরি, পরীক্ষা পেছানো, জানুয়ারি মাসেই শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করা, আইডি কার্ড প্রদান, নির্দিষ্ট প্রশ্ন ফি নেওয়া, ২০২৫ সালের ৭ম,৮ম,৯ম,ও ১০ ম শ্রেণির ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রিন্টিং ফি না নেওয়া, জানুয়ারি থেকে নতুন বহুতল ভবনে ক্লাস শুরু করা ও সকল শ্রেণির কার্যক্রম এক সাথে শুরু করা ও একই সাথে ছুটি প্রদান সহ বিভিন্ন দাবি জানায়।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যান। এসময় থানার ওসি সবজেল হোসেন, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, শিক্ষক রবীন্দ্রনাথ দে, আব্দুল ওয়াহাব, ফজলুল আজম, প্রণব কান্তি বিশ্বাস, শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ চাহাত, সৈয়দা তানহা জেরিন মৌ, শ্রেয়া সিংহ, ফারজানা ইসলাম ইতু, সরস্বতী মন্ডল, তৃষ্ণা, এশা, শশী, মৌ, তানিশা, স্বর্ণা, বিষ্ণয়, সুমাইয়া তাবাসসুম ও আরফিনা আক্তার সাজ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সাথে কথা বলেন। উল্লেখ্য ভৈরবী রাণী রায় সহকারী প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে গত ৭ মে অত্র বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর হতে তিনি নিয়মিত স্কুলে আসেন না। শিক্ষক শিক্ষার্থীদের সাথে তার কোন সম্পর্ক নাই। তার অনুপস্থিতি, অদক্ষতা এবং অবহেলার কারণে ভেঙ্গে পড়েছে শিক্ষা কার্যক্রম।
তিনি মানসিক ভাবে ও অনেকটাই অস্বাভাবিক আচরণ করে থাকেন। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীরা আন্দোলন করতে বাধ্য হয়। আন্দোলনের শেষ পর্যায়ে প্রধান শিক্ষক ভৈরবী রাণী রায় আগামী ২৪ নভেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন এমনটাই জানিয়েছে একটি সূত্র।