এইচ, এম, সাগর (হিরামন) :
‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে হৃদয়ে ধারণ করে রোববার থেকে শুভ সূচনা হলো দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকা। রোববার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকতার শক্তি আসলে প্রচার সংখ্যা নয়।
সাংবাদিকতার শক্তি হচ্ছে তথ্যের বস্তুনিষ্ঠতা, তথ্যের একাগ্রতা ও তথ্যের গভীরতা। এই তিনটি বিষয় গুরুত্ব দিয়ে পত্রিকাটিকে এমনভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।
তিনি আরো বলেন, নতুন পাঠক, নতুন সমাজ, নতুন অর্থনীতি ও রাজনীতিকে দৈনিক রূপালী বাংলাদেশ ধারণ করবে। নতুন পাঠকদের প্রত্যাশা পূরণ করে এটা একটা স্বীকৃত, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের দৈনিকে রূপান্তরিত হবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপত