সর্বশেষ:

presonamulok prenodona pelen pach jon kormochari

খুবিতে প্রেষণামূলক প্রণোদনা পেলেন ৫ কর্মচারী

presonamulok prenodona pelen pach jon kormochari
Facebook
Twitter
LinkedIn

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা ও কাজের মান মূল্যায়নের ভিত্তিতে ৫ জনকে প্রেষণামূলক প্রণোদনা প্রদান করা হয়েছে। ১৪ আগস্ট (বুধবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রণোদনার অর্থ ও সনদপত্র তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রণোদনাপ্রাপ্ত কর্মচারীরা হলেন- নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী, মালি মোঃ জিল্লাল হোসেন, দক্ষ চাষি মোঃ আকরাম হোসেন, গাড়ির হেলপার মোঃ বাদল সরকার ও নিরাপত্তা প্রহরী মোঃ আমিনুল ইসলাম জয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্রণোদিত হয়ে দৃশ্যমান কাজে অগ্রণী ভূমিকা, নির্ধারিত সময়ে উপস্থিতি, দায়িত্বপূর্ণ কাজ সম্পন্নের পাশাপাশি অতিরিক্ত কাজে আগ্রহের ভিত্তিতে গঠিত কমিটির প্রতিবেদনের আলোকে এ প্রণোদনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রত্যেক কর্মের মূল্যায়ন থাকা উচিত। এই প্রেষণা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে অনুপ্রেরণা হয়ে থাকবে এবং কর্মীরা আরও বেশি পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। আগামীতে এ ধরনের প্রণোদনা ৬ মাস অন্তর দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষার্থীরা। তাই সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে শিক্ষার্থীবান্ধব হতে হবে এবং তাদের কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মূল্যায়ন কমিটির সভাপতি ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক। প্রণোদনাপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম সিদ্দিকী। আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান ও এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী। প্রণোদনাপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন নিরাপত্তা প্রহরী মোঃ নজরুল ইসলাম গাজী। এ সময় বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana