সর্বশেষ:

powrovo sova bnp sommelon

পাইকগাছা পৌরসভা বিএনপি’র সম্মেলনে, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী -জেলা বিএনপি আহবায়ক মন্টু

powrovo sova bnp sommelon
Facebook
Twitter
LinkedIn

এস,এম,আলাউদ্দিন সোহাগ,পাইকগাছা (খুলনা)

খুলনা জেলা বিএনপি আহবায়ক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জান মন্টু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হওয়ায় সাংগঠনিক কাটামো শক্তিশালী করতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে গনতন্ত্র না থাকায় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেস ক্লাব মিলোনয়তনে পৌরসভা বিএনপি’র ১,২ও ৫ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোল্লাহ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, বিএম কারুজ্জাম টুকু, এনামুল হক সজল, সুলতান মাহমুদ, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক।

powrovo-sova-bnp-sommelon

পাইকগাছা পৌরসভার ১,২ এবং ৫ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২৬ শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ৩টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এপদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪২ ভোট পেয়ে রুহুল আমিন সরদার নির্বাচিত হয়।

একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বতায় নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক, বেলাল হোসেন ২নং ওয়ার্ড সভাপতি- মনিরুল ইসলাম মন্টু , সাধারণ সম্পাদক পদে রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক পদে আনারুল ইসলাম নির্বাচিত ঘোষনা করা হয়। ৫নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, বিএল কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana