পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা পৌরসভার সাড়ে ১৬'শ পরিবারের মাঝে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ে কার্ড ধারী উপকার ভোগীদের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান সানায়া এন্টারপ্রাইজ এর মাধ্যমে ২৭০ টাকায় পরিবার প্রতি ৫ কেজি চাল এবং ২ কেজি ডাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম তদারকি করেন ট্যাগ অফিসার উপজেলা পরিষদের সিএ আব্দুল বারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান ও কবিতা দাশ।