সর্বশেষ:

powrosovar samne theke motorcycle churi

পৌরসভার সামনে থেকে মোটরসাইকেল চুরি

powrosovar samne theke motorcycle churi
Facebook
Twitter
LinkedIn

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি  

পাইকগাছা পৌরসভার সামনে থেকে মোটরসাইকেল চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে শুক্রবার সকাল ১১ টার দিকে ঈদের কেনাকাটা করার জন্য পাইকগাছা আসে পাশ্ববর্তী সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে দেলোয়ার হোসেন। পৌরসভার সামনে তার ব্যবহৃত লাল রঙের ১০০ সিসি হিরো স্পেলেন্ডার মোটরসাইকেল টি রেখে দলিল লেখক সমিতি মার্কেটে কেনাকাটা করছিল। কেনাকাটা শেষ করে এসে দেখে তার মোটরসাইকেল টি নাই। দুর্বৃত্তরা ঈদ কে সামনে রেখে এ সুযোগ নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয় টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana