
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
পাইকগাছা পৌরসভা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র আহ্বায়ক আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, যুগ্ন আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও যুগ্ম আহবায়ক সরদার মোহর আলী।
সভায় জুলাই মাসের ২য় সপ্তাহে পাইকগাছা প্রেসক্লাবে পৌরসভার ১, ২ ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপি’র সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন কমিশনার হিসেবে সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানকে আহ্বায়ক করে ৪ সদস্য কমিটি তৈরি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক আবু সাঈদ ও এডভোকেট একরামুল হক বিশ্বাস । সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক ও খুলনা -৬ (পাইকগাছা কয়রা’)র সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির যুগ্ন আবায়ক মোল্লা খায়রুল ইসলাস সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ।